মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 6, 2025 11:32 AM

printer

জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ এর সার্ধশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বছর ব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন।

জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ এর সার্ধশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বছর ব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন। বন্দেমাতরমের দেড়শো বছর উদযাপনে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছরের ৭ নভেম্বর পর্যন্ত  এই কালজয়ী সৃষ্টির  স্মরণে  নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।  এই স্তোত্রের সঙ্গে দেশের জাতীয় গর্ব, ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে।  

   কেন্দ্রীয় মন্ত্রিসভার গত মাসের ১ তারিখ দেশব্যাপী এই কর্মসূচি আয়োজনের প্রস্তাবে সম্মতি দেয়। উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে বন্দে মাতরমের ১৫০ বছরের ইতিহাস বিষয়ে বিশেষ প্রদর্শনী। রয়েছে তথ্যচিত্রের প্রদর্শনী। এই উপলক্ষ্যে একটি স্মারক মুদ্রা ও  ডাকটিকিট প্রকাশিত হবে।

 বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ গতকাল নতুন দিল্লিতে জানান, আগামী ২৬ শে নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত বিজেপির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বন্দেমাতরম সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এদিকে,  এই উপলক্ষ্যে বিজেপি-পশ্চিমবঙ্গে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ৭ তারিখ বিকেল ৫ টায় রাজ্যের প্রতিটি মন্ডলে পূর্ণাঙ্গ বন্দেমাতরম গাওয়া হবে। পাশাপাশি প্রজ্জ্বলিত করা হবে ১৫০ টি প্রদীপ।