May 19, 2025 10:00 AM

printer

জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী- NCC -এর অভিযাত্রী দল সম্প্রতি সফলভাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।

জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী- NCC -এর অভিযাত্রী দল সম্প্রতি সফলভাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। এনসিসির অভিযাত্রী দলে  পাঁচ জন পুরুষ-মহিলা সহ ১০ জন NCC ক্যাডেট, চারজন অফিসার, দুজন জুনিয়র কমিশনড অফিসার, একজন মহিলা ক্যাডেট প্রশিক্ষক এবং ১০ জন নন-কমিশনড অফিসার ছিলেন।

উল্লেখ্য গত ৩রা এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লি থেকে এই অভিযানের সূচনা করেন।মন্ত্রকের তরফে এই অভিযানের জন্য গোটা দেশ থেকে ১৯ বছর বয়সী ১৫ জন ক্যাডেটকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছিল। এরপর সিয়াচেন বেস ক্যাম্পের আর্মি মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে শীতকালীন প্রশিক্ষণ এবং কারিগরি প্রশিক্ষণের পর অভিযানের জন্য দশজন ক্যাডেটকে চূড়ান্ত নির্বাচন করা হয়।