জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণগত মান অত্যাধিক খারাপ হওয়ার কারণে দিল্লির শিক্ষা দপ্তর সেখানকার সমস্ত স্কুলে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ‘হাইব্রিড মোডে ক্লাস’ নেওয়ার নির্দেশ দিয়েছে।
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জারি করা এক নির্দেশিকার প্রেক্ষিতে শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত। ওই নির্দেশিকায় ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’-এর আওতায় চতুর্থ স্তরের সতর্কতার নেওয়ার কথা বলা হয়েছে। এই স্তরে সমস্ত নির্মাণ কার্য এবং অপ্রয়োজনীয় ট্রাক জাতীয় রাজধানী অঞ্চলে ঢোকা থেকে বিরত থাকবে। দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের অবশ্য স্কুলে গিয়েই ক্লাস করতে বলা হয়েছে।