জাতীয় রাজধানিতে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্হিতিতে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্হা আরও আটোঁসাটোঁ করা হয়েছে। যাত্রীদের প্রতি এক নির্দেশিকায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড ডিআইএল – যাত্রী সাধারণকে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিস্হিতি অনুযায়ী প্রস্তুত করতে বলেছেন এবং শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে বিমান ওড়ার অনেক আগেই বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন। প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও যথা সম্ভব অসুবিধা দুর করতে কর্তৃপক্ষ নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
Site Admin | November 12, 2025 12:38 PM
জাতীয় রাজধানিতে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্হিতিতে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্হা আরও আটোঁসাটোঁ করা হয়েছে