June 13, 2025 9:42 PM

printer

জাতীয় মুক্ত বিদ্যালয় NIOS থেকে ডি. এল. এড ডিগ্রী প্রাপ্তদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাই-এর প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

জাতীয় মুক্ত বিদ্যালয় NIOS থেকে ডি. এল. এড ডিগ্রী প্রাপ্তদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাই-এর প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ১৮’ জুন পর্যন্ত যোগ্য প্রার্থীদের যে নথি যাচাই-এর প্রক্রিয়া চলছে, তাতে সব মামলাকারীদের সুযোগ দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়ায় NIOS থেকে ডিগ্রী পাওয়া সবাই-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র শীর্ষ আদালতে মামলাকারীদের-ই তালিকাভুক্ত করে। আজকের নির্দেশের পর কয়েকশো প্রার্থীর নথি যাচাই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।