জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI সেনা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল সংগ্রহকারী সংস্থাকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে আগামী ১ বছরের জন্য দরপত্রে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে। এক বিবৃতিতে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, ওই সংস্থার জমা করা ৩ কোটি ৬৬ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট ভাঙিয়ে- মিরাট কর্নাল সেকশনে ভূমি টোল প্লাজার পরিকাঠামো মেরামতে খরচ করা হবে।
Site Admin | August 24, 2025 8:02 AM
জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI সেনা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল সংগ্রহকারী সংস্থাকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে।
