জাতীয় মহাকাশ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মহাকাশ গবেষনার সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও যুব সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এই দিনটি যুব সম্প্রদায়ের মধ্যে বিশেষ উদ্দীপনা ও আকর্ষণের কেন্দ্র। শ্রী মোদি বলেন, ভারত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন ও ইলেক্ট্রিক প্রোপালশন প্রযুক্তির আধুনিকীকরণে দ্রুত সাফল্য পেয়েছে। গগনযান মিশন দ্রুত বাস্তবায়িত হতে চলেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামিদিনে ভারত নিজস্ব মহাকাশ কেন্দ্র তৈরি করবে।
দেশের মহাকাশ গবেষণা একের পর এক মাইল ফলক স্থাপন করেছে বলেও জানিয়েছেন শ্রী মোদি। তিনি বলেছেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে সরকার গত ১১ বছররে বহু সংস্কারমূলক কর্মসূচি নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, মৎসজীবীদের সতর্ক করা, বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও ভৌগলিক তথ্য পেতে মহাকাশ প্রযুক্তি সাহায্য করছে বলে শ্রী মোদি জানিয়েছেন। মহাকাশ গবেষণা নানাভাবে দেশের মানুষের জীবনে ভালো প্রভাব ফেলছে বলেও তিনি জানান।