জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি-র ফাইনাল রাউন্ড আজ আসামের সিলাপাথার ও ধাকুাখানায় আজ শুরু হয়েছে।
প্রথম দিনের খেলায় সকালে ঢেকুয়াখানায় রাজস্থান ৩-০ গোলে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে, ওই একই স্থানে পশ্চিমবঙ্গ ৪-০ গোলে নাগাল্যান্ডকে এবং সিলাপাথারে তামিলনাড়ু ১-০ গোলে আয়োজক আসামকে হারায়।