জাতীয় নিরাপত্তা আইনে সোনাম ওয়াংচুকের গ্রেফতারির বিরুদ্ধে তাঁর স্ত্রী গীতাঞ্জলী জে অ্যাংমোর করা মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্র ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ প্রশাসনের প্রতিক্রিয়া চেয়েছে। যদিও, দুই বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ এবিষয়ে এখনই কোনও নির্দেশ বা মন্তব্য করা থেকে বিরত আছেন। এমাসের ১৪ তারিখ পরবর্তী শুনানি।
উল্লেখ্য, গতমাসে লাদাখের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে শ্রী ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়।