মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2025 8:41 AM

printer

জাতীয় তদন্ত সংস্থা NIA, লস্কর এ তইবা গোষ্ঠীর অস্ত্র উদ্ধারের ঘটনায় তল্লাশি চালিয়ে  কর্ণাটক থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

জাতীয় তদন্ত সংস্থা NIA, লস্কর এ তইবা গোষ্ঠীর অস্ত্র উদ্ধারের ঘটনায় তল্লাশি চালিয়ে  কর্ণাটক থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে আছে কারাগারের এক মনস্তত্ববিদ এবং শহরের সশস্ত্র রিজার্ভ পুলিশ কর্মী।

NIA সূত্রে জানা গেছে, বেঙ্গালুরু ও কোলার জেলায় ৫ টি জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ধৃতদের বাড়ি থেকে নগদ টাকা, সোনা, ডিজিটাল ডিভাইস  ও আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে।

বেঙ্গালুরু শহরে সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর লক্ষ্যে লস্কর এ তইবা গোষ্ঠী এই ধরণের অস্ত্র শস্ত্র মজুত করছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।