January 1, 2026 12:02 PM

printer

জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ ২০২৫ সালে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ ২০২৫ সালে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নিষ্পত্তি হওয়া ৯২শতাংশ মামলায় দোষীদের শাস্তি হয়েছে।

এনআইএর সাফল্য তালিকায় রয়েছে , মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী তাহাওয়ার রানার প্রত্যর্প, পহেলগাঁও ও দিল্লির সন্ত্রাসবাদী হামলায় জড়িত বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের মতো গুরুত্ত্বপুর্ন বিষয়। দিল্লির লাল কেল্লা এলাকার গাড়ি বোমা বিস্ফোরণ মামলার যে তদন্ত চলছে, সেখানেও এনআইএ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।  এই সন্ত্রাসবাদী হামলায় দুই মাসেরও কম সময়ের মধ্যে নয় অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে।

সন্ত্রাসবিরোধী সংস্থাটি মাওবাদ বিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে। কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে ভারতকে সম্পূর্ণ নক্সালমুক্ত করার যে লক্ষ্য নির্ধারণ করেছে তা সম্পুর্ন করতে এনআইএ, রাজ্য ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে সারা দেশে সক্রিয়ভাবে নক্সালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশী ও মায়ানমারের নাগরিকদের আন্তঃসীমান্ত মানব পাচার মামলা এবং লাওস ও কম্বোডিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চলে ভারতীয় যুবকদের সাইবার দাসত্বে বাধ্য করার মামলাগুলিতেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

এনআইএ কে শক্তিশালী করতে এবং তার ক্ষমতা আধুনিকীকরণের লক্ষ্যে প্রযুক্তিগত এবং  অন্যান্য ক্ষেত্রগুলিও উন্নত করা হয়েছে, যা সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে দেশকে সুরক্ষিত করতে সাহায্য করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।