May 22, 2025 9:52 PM

printer

জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ, গত মার্চ মাসে পাঞ্জাবের অমৃতসরের এক মন্দিরে গ্রেনেড হামলা চালানো খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গে যুক্ত দুই সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে।

জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ, গত মার্চ মাসে পাঞ্জাবের অমৃতসরের এক মন্দিরে গ্রেনেড হামলা চালানো খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গে যুক্ত দুই সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, পলাতক ভগওয়ান্ত সিং ওরফে মান্না ভাট্টিকে গতকাল অকালগড় গ্রাম থেকে পাকড়াও করা হয়। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। ধৃত ভগওয়ান্ত, হামলাকারী গুরসিদাক ও বিশালকে আশ্রয় দিয়েছিল। হামলার আগে এবং পরে এরা একইসঙ্গে থাকছিল বলেও জানা গেছে।