December 10, 2025 9:31 PM

printer

জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজ আবার আলোচনা হয়েছে।

জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজ আবার আলোচনা হয়েছে। গতকাল এই আলোচনা শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই আলোচনা আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অসম্মান করার উদ্দেশ্যে করা হচ্ছে। কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন।  সিপিআই নেতা সন্দোষ কুমার বলেন, বন্দে মাতরম ভগত সিং, চন্দ্রশেখর আজাদ, খুদিরাম বসুর মতো হাজারো স্বাধীনতা সংগ্রামী ও নেতাদের অনুপ্রেরণা ছিল।

বিজেডি নেতা দেবাশীষ সামন্তরায় বলেন, বন্দে মাতরম ছিল ভারতের স্বাধীনতার কণ্ঠস্বর। 

বিজেপি নেতা রামচন্দ্র জাংড়া বলেছেন, বন্দে মাতরম গোটা ভারতের অনুপ্রেরণার উৎস।

এএপি নেত্রী স্বাতি মালিওয়াল বলেছেন, বন্দে মাতরম শুধু গান নয়, এটি এমন এক অনুপ্রেরণার উৎস যা স্বাধীনতা সংগ্রামের সময় দেশবাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জুগিয়েছিল। আলোচনা শেষে আজ রাজ্যসভা আজকের মতো মুলতুবি হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।