মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 29, 2025 8:35 AM

printer

জাতীয় শিক্ষা নীতি ২০২০ র আজ (২৯ সে জুলাই) ৫ বছর পুর্ণ হল ।

জাতীয় শিক্ষা নীতি ২০২০ র আজ (২৯ সে জুলাই) ৫ বছর পুর্ণ হল । এই  জাতীয় শিক্ষা নীতির উদ্দেশ্য হল ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। ভারতীয় ভাষাগুলির মাধ্যমে সবার জন্য সাধ্যের মধ্যে উচ্চ মানের শিক্ষা প্রদানের  লক্ষ্য নেওয়া হয়েছে নতুন এই জাতীয় শিক্ষা নীতিতে।  

বিদ্যালয় শিক্ষা নীতিতে তে বদল এনে এখন তা ৫+৩+৩+৪ আদলে করা হয়েছে। আগের ১০+২ ব্যবস্থার মধ্যে তিন থেকে ৬ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা এবং পরিষেবার  আওতায় আনা হয়েছে।  ক্লাস ওয়ানের আগে শিশুদের জন্য আনা হয়েছে বাল ভাটিকা প্রাক প্রাথমিক ব্যবস্থার।  

সমগ্র শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার অধিকার আইনের মাধ্যমে স্কুল ছুটের পরিমাণ কমিয়ে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত গ্রস এনরোলমেন্ট রেশিও ২০৩০ এর মধ্যে ১০০ শতাংশে আনার লক্ষ্য রাখা হয়েছে। বৃত্তিমূলক শিক্ষার ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

উচ্চ শিক্ষার ক্ষেত্রে বহু বিষয়ে দক্ষতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর মাধ্যমে গুণগতমানের গবেষণা সহ একাধিক ক্ষেত্রে  জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা নীতি ২০২০ তে। শিক্ষকদের প্রশিক্ষণ, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে চুক্তি, ভারতীয় ভাষাগুলির মাধ্যমে উচ্চ শিক্ষা প্রদান এই শিক্ষা নীতির এক গুরুত্বপূর্ণ দিক।

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা গুলির অংশীদারিত্বে ভারতকে দক্ষ মানব সম্পদের পীঠস্থান হিসেবে গড়ে তুলতে নতুন  জাতীয় শিক্ষা নীতির গুরুত্ব অনস্বীকার্য।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।