মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 12, 2025 8:41 AM

printer

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিকাল কলেজে  দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে  গণধর্ষনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন পাঁচদিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিকাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন পাঁচদিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি লিখে সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত ও স্বচ্ছ তদন্ত, এবং নির্যাতিতার জন্য উপযুক্ত চিকিৎসা ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন।

কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার, গতকাল দুর্গাপুরে গিয়ে ওড়িশার বাসিন্দা ওই নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি জানান নির্যাতিতার অবস্থা স্থিতিশীল হলেও শারীরিকভাবে গুরুতর অসুস্থ। কমিশন তার পাশে আছে। সে যাতে সম্মান এবং সুরক্ষার সঙ্গে পড়াশোনা করতে পারে সে বিষয়টি কমিশন দেখবে।

এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতর কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, আজকের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

অন্যদিকে বিজেপি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবী করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন FIR হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। একইসঙ্গে রাজ্যের শিশু সুরক্ষা ও মহিলা কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এই ঘটনা আরো একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। 

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় তিনি মর্মাহত বলে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মন্তব্য করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ওড়িশার আধিকারিকদের যোগাযোগ রেখে চলারও নির্দেশ তিনি দিয়েছেন।

 আগেই জানানো হয়েছে,  গত শুক্রবার রাতে সহপাঠীর সঙ্গে খাবার কেনার জন্য কলেজের বাইরে গেলে কয়েকজন দুষ্কৃতি মিলে ওই তরুণী পড়ুয়াকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। ওই পড়ুয়ার সঙ্গীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে কলেজের পড়ুয়ারা। তারা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ অবস্হানে বসেন। পড়ুয়াদের পাশাপাশি বাম কর্মী সমর্থকরা কলেজে বিক্ষোভ দেখান।

এদিকে, আর জি করের পিজিটি তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর ফের একবার ডাক্তারি পড়ুয়ার ওপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ।

ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্টের সদস্য ডাক্তার অনিকেত মাহাতো বলেন, রাজ্যে দোষীদের বিরুদ্ধে সরকার এবং প্রশাসন কোন ব্যবস্হা নেয় না। এরফলে যাখুশি করার স্বাধীনতা পাচ্ছে অপরাধীরা।

ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, রাজ্যে একের এক ভয়াবহ ঘটনা ঘটছে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।