জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI, মিরাট-কর্ণালের ভুনি টোল প্লাজায় কর্মরত সেনা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল আদায়কারী সংস্থার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। এক বিবৃতিতে, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক, এটিকে চুক্তি চুক্তির লঙ্ঘন এবং কর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করতে সংস্থার ব্যর্থতা বলে জানিয়েছে। NHAI এই ধরণের কাজের তীব্র নিন্দা করেছে এবং টোল আদায়কারী সংস্থার ভবিষ্যতে টোল প্লাজায় অংশগ্রহণ থেকে অব্যাহতি এবং নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। NHAI জানিয়েছে যে তারা জাতীয় মহাসড়কে নিরাপদ এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Site Admin | August 19, 2025 11:30 AM
জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI, মিরাট-কর্ণালের ভুনি টোল প্লাজায় কর্মরত সেনা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল আদায়কারী সংস্থার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে
