মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 19, 2025 11:30 AM

printer

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI, মিরাট-কর্ণালের ভুনি টোল প্লাজায় কর্মরত সেনা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল আদায়কারী সংস্থার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI, মিরাট-কর্ণালের ভুনি টোল প্লাজায় কর্মরত সেনা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল আদায়কারী সংস্থার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। এক বিবৃতিতেসড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক, এটিকে চুক্তি চুক্তির লঙ্ঘন এবং কর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করতে সংস্থার ব্যর্থতা বলে জানিয়েছে। NHAI এই ধরণের কাজের তীব্র নিন্দা করেছে এবং  টোল আদায়কারী সংস্থা ভবিষ্যতে টোল প্লাজায় অংশগ্রহণ থেকে অব্যাহতি এবং নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। NHAI জানিয়েছে যে তারা জাতীয় মহাসড়কে নিরাপদ এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।