জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষ উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান পুলিশ কর্মীদের আত্ম ত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুলিশ কর্মীদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাদের অবিচল নিষ্ঠা জাতি ও জনগণকে সুরক্ষিত রাখে। সংকটের সময় তাদের সাহসিকতা এবং অঙ্গীকার প্রশংসনীয়।
পুলিশ স্মারক দিবসে কর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তাদের অতুলনীয় সাহসও অঙ্গীকার দেশবাসী মনে রেখেছে।তিনি জাতির সেবায় জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।