মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 5, 2025 7:05 PM

printer

জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী ৮ ও ৯ অক্টোবর পশ্চিমবঙ্গের দুই জেলায় সফর করবে।

জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী ৮ ও ৯ অক্টোবর রাজ্যের দুই জেলায় সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ অক্টোবর উত্তর ২৪ পরগনা এবং ৯ অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR-2026) প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী । তাঁর সঙ্গে থাকবেন সীমা খান্না, ডিরেক্টর জেনারেল (আইটি) এবং কমিশনের অন্য আধিকারিকরা। দুই জেলার বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও উপস্থিত থাকবেন।

৮ অক্টোবর বিকেল আড়াইটে উত্তর ২৪ পরগনার রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথম বৈঠক হবে। রাজারহাট নিউ টাউন ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক, এডিএম (ইলেকশন), ওসি (ইলেকশন), ইআরও, এইআরও, সুপারভাইজার ও বিএলওরা সেখানে উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় বারাসত কালেক্টরেটে জেলার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা।

পরদিন ৯ অক্টোবর সকাল ১০টা থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অডিটোরিয়ামে বৈঠক হবে। সেখানে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার জেলা নির্বাচনী আধিকারিক, এডিএম (ইলেকশন), ওসি (ইলেকশন), ইআরও, এইআরও এবং সিস্টেম ম্যানেজাররা অংশ নেবেন। বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যসূচির অগ্রগতি এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

দুই জেলার সফরের আগে সংশ্লিষ্ট জেলা দফতরগুলিকে ৭ অক্টোবরের মধ্যে প্রেজেন্টেশন আকারে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।