July 5, 2024 11:53 AM

printer

জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা, পরিকাঠামো এবং মান ও নিয়ন্ত্রক বিধি আরো উন্নত করতে প্রাতিষ্ঠানিক সহায়তায় অর্থ মঞ্জুরের জন্য কেন্দ্র একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।

জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা, পরিকাঠামো এবং মান ও নিয়ন্ত্রক বিধি আরো উন্নত করতে প্রাতিষ্ঠানিক সহায়তায় অর্থ মঞ্জুরের জন্য কেন্দ্র একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, মোট ২০০ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের কাজ করা হবে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত। এই প্রকল্পগুলির রুপায়নের সহায়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি। এর আওতায় বর্তমানে বিভিন্ন ধরনের পরীক্ষা ব্যবস্থার মধ্যে ফারাক কমানো, প্রযুক্তি এবং গ্রীন হাইড্রোজেন চেনের পদ্ধতি সহ বিভিন্ন বিষয় থাকছে।

আমাদের সংবাদদাতা জানাচ্ছেন গত বছর চৌঠা জানুয়ারি ন্যাশনাল গ্রীণ হাইড্রোজেন মিশন প্রথম চালু হয়েছিল। ২০১৯ ৩০ অর্থবর্ষ পর্যন্ত এই ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হয়েছিল ১৯ হাজার ৭০০ কোটি টাকা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।