February 3, 2025 10:21 AM

printer

জাতীয় গেমসে ৫০ মিটার রাইফেলে জাতীয় রেকর্ড গড়লেন আশি চৌকসি।

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী শ্যুটার মধ্যপ্রদেশের আশি চৌকসি, দেরাদুনে ৩৮ তম জাতীয় গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণ পদক জয়ের পথে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। ৫৯৮ স্কোর করে ২০২৩-এর সিফট কৌর সামরার ৫৯৪ পয়েন্টের রেকর্ডকে ছাপিয়ে গেছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।