June 30, 2025 9:55 AM

printer

জল সংরক্ষণের লক্ষ্যে মধ্যপ্রদেশে তিন মাস ধরে চলা জল গঙ্গা সম্বর্ধন অভিযানের আজ শেষ দিন।

জল সংরক্ষণের লক্ষ্যে মধ্যপ্রদেশে তিন মাস ধরে চলা জল গঙ্গা সম্বর্ধন অভিযানের আজ শেষ দিন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যোগ দেবেন। খান্ডওয়া-তে মূল অনুষ্ঠানটি হওয়ার কথা। এই অভিযান চলাকালীন রাজ্যে ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ৮৩ হাজারের বেশি পুকুর খনন করা হয়েছে। পুনরুদ্ধার করা হয়েছে ৫ হাজারের বেশি জলাশয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।