জল জীবন মিশনের আওতায় দেশের ১৫ কোটিরও বেশি পরিবারে নলবাহিত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আজ লোকসভায় কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাতিল প্রশ্নকালে এই তথ্য জানিয়ে বলেছেন, আরও চার কোটি পরিবারে পানীয় জল দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের সমস্ত পরিবারে নলবাহিত পানীয় জল সরবরাহের লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন। সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই প্রকল্পে ইতোমধ্যেই ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Site Admin | December 4, 2025 1:28 PM
জল জীবন মিশনের আওতায় দেশের ১৫ কোটিরও বেশি পরিবারে নলবাহিত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আজ লোকসভায় কেন্দ্র জানিয়েছে।