জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রসংঘের ৩০-তম সম্মেলন- COP-30 আজ ব্রাজিলের বেলিমে শুরু হচ্ছে। প্যারিস চুক্তির বাস্তবায়ন, জলবায়ু রক্ষায় অর্থের জোগানের মতো বিভিন্ন বিষয় এই সম্মেলনে মুখ্য আলোচ্য বলে জানানো হয়েছে। ভারত পরিবেশবান্ধব জ্বালানী ব্যবহারে অগ্রগতির খতিয়ান সম্মেলনে তুলে ধরবে। দেশ নির্ধারিত সময়ের অনেক আগেই অজীবাশ্ম জ্বালানীর ব্যবহারের লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ অর্জন করেছে বলে জানানো হয়েছে। বিজ্ঞানীরা গত এক দশক ধরেই বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে বেধে রাখার পক্ষে সওয়াল করছেন।
Site Admin | November 10, 2025 10:08 AM
জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রসংঘের ৩০-তম সম্মেলন- COP-30 আজ ব্রাজিলের বেলিমে শুরু হচ্ছে।