মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 19, 2024 9:58 PM

printer

জলদাপাড়ার হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডে ঘটনায় রাজ্য সরকারের উদ্বেগ

 

 

 

জলদাপাড়ার হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডে ঘটনায় রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি খতিয়ে দেখতে বন দফতরের চার সদস্যের দল ঘটনাস্থলে যাচ্ছেন।  বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান তিনি নিজেও কয়েকদিন পর সেখানে যাবেন । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো নতুনভাবে এই পর্যটন কেন্দ্র তৈরি করতে আজ বন দফতরের শীর্ষ কর্তারা এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। শ্রীমতী হাঁসদা জানান, অগ্নিকান্ড নিয়ে সমাজ মাধ্যমে নানা ধরনের খবর ছড়ানো হচ্ছে। কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পরই গোটা বিষয়টি সামনে আসবে।

     এদিকে, ওই ঘটনায় পর্যটক মহলে শোকের ছায়া । সেখানকার কর্মীরা আজ কালো ব্যাজ পরে তাদের মর্মবেদনা প্রকাশ করেন।