জর্ডন ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ ওমানে পৌঁছবেন।
ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি সেদেশ সফর করবেন। তাঁর সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল থাকবে। ভারত -ওমান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এই সফরকালে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তাঁর দুই দিনের সফরে প্রধানমন্ত্রী মোদি ওমানের সুলতানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন।