মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2025 10:50 AM

printer

জর্জিয়ার বাতুমি-তে মহিলা দাবা বিশ্বকাপে ভারতের চার খেলোয়াড় গতকাল তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন।

জর্জিয়ার বাতুমি-তে মহিলা দাবা বিশ্বকাপে ভারতের চার খেলোয়াড় গতকাল তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। শীর্ষস্থানে থাকা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি, উজবেকিস্তানের আফ্রুজা খামদামোভার সঙ্গে দ্বিতীয় গেমে ড্র করেছেন। দুবারের ব্রোঞ্জ জয়ী দ্রোণাভাল্লি হারিকা, স্বদেশীয় পি ভি নন্ধিধাকে পরাজিত করে রাউন্ড অফ ৩২ য়ে পৌঁছন। অন্যদিকে, আর বৈশালী, কানাডার মাইলি জেড ঔয়েলেটকে ও দিব্যা দেশমুখ, জর্জিয়ার কেশরীয়া এমগেলাদজেকে সরাসরি পরাজিত করে রাউন্ড অফ ৩২ য়ে পৌঁছন।

এদিকে, কে প্রিয়াঙ্কা, প্রথম রাউন্ডে খারাপ ভাবে শুরু করলেও, পোল্যান্ডের ক্লদিয়া কুলনকে টাইব্রেক রাউন্ডে নিয়ে আসেন। ভান্তিকা আগরওয়াল, প্রথম ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আনা উশেনিনাকে পরাজিত করলেও, পরের ম্যাচে হেরে যান। পদ্মিনী রাউত, আলেক্সান্দ্রা কোস্তেনিউকের সঙ্গেও ১-১ ড্র করে টাইব্রেকে নিয়ে আসেন। এই তিনটি খেলার টাইব্রেক রাউন্ড আজ অনুষ্ঠিত হবে।