জর্জিয়ার হুন্ডাই কারখানা থেকে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে অভিবাসন কর্তৃপক্ষ। এদের অধিকাংশই কোরিয়ার নাগরিক। বৈদ্যুতিক যান তৈরির ঐ কারখানাটিও কোরিয়ার একটি কোম্পানির বলে জানা গেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন জানিয়েছেন, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জর্জিয়ায় সেদেশের শতাধিক নাগরিককে গ্রেপ্তার করেছে। এবিষয়ে আলোচনা করতে তিনি শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন বলে জানিয়েছেন।