মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2025 10:36 AM

printer

জর্জিয়ার বাতুমিতে ফিড মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে দুজন ভারতীয়, দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন।

জর্জিয়ার বাতুমিতে ফিড মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে দুজন ভারতীয়, দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। সেমিফাইনালে গতকাল দিব্যা, চীনের গ্র্যান্ডমাস্টার তান ঝোংয়ি, ও কোনেরু হাম্পি, অন্য এক চিনা গ্র্যান্ডমাস্টার লেই তিংজিকে পরাজিত করেন।

উল্লেখ্য, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিলেন হাম্পি। অন্যদিকে, দিব্যা, অপর এক ভারতীয় খেলোয়াড় হারিকা দ্রোণাভাল্লিকে র‌্যাপিড টাইব্রেকে ২-০ তে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন।

এই ফাইনাল, ভারতীয় দাবার ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন