জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আজ সন্ধ্যায় পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুববিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্থানের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে শ্রী মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রীড়াক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষ দেশগুলির তালিকায় তুলে আনার একটি স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই, খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার প্রচলন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভা চিহ্নিত এবং লালন করা হচ্ছে।
খেলো ইন্ডিয়া থেকে উঠে আসা ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে বলে মন্তব্য করেন শ্রী মান্ডভিয়া।
মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা বলেন সরকারের যুবসমাজের উপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়।
উল্লেখ্য, দেশের ২৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫,০০০ ক্রীড়াবিদ সহ প্রায় ৭,০০০ অংশগ্রহণকারী এই গেমসে অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতাগুলি জয়পুর, উদয়পুর, যোধপুর, কোটা, এবং আজমিরে অনুষ্ঠিত হবে।