জম্মু কাশ্মীর সরকার, অমরনাথ যাত্রা চলাকালীন গুহামুখে যাওয়ার সমস্ত রাস্তাকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষনা করেছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার জারী করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, আনম্যানড এরিয়াল ভেহিকল UAV, ড্রোন বা বেলুন সহ যেকোনো রকমের উড়ন্ত বস্তু বা যন্ত্রের ব্যবহার আগামী পয়লা জুলাই থেকে চলতি বছরের ১০ই আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে। পহেলগাঁও ও বালতাল, দুটি রুটের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হচ্ছে।
তবে, চিকিৎসার প্রয়োজনে কাউকে সরিয়ে নিয়ে আসা, বিপর্যয় মোকাবিল এবং নিরাপত্তাবাহিনীর নজরদারীর বিষয়টি সংশ্লিষ্ট নির্দেশিকা থেকে বাদ রাখা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহন গতকাল আসন্ন অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। শ্রীনগরে পুলিশের সদর দপ্তরে আয়োজিত এই বৈঠকে অমরনাথ যাত্রার নিরাপত্তা এবং প্রস্তুতি নিয়ে অ্যকশন প্ল্যান চূড়ান্ত করা বিষয়ে আলোচনা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনরকম ত্রুটি না থাকে, সেজন্য গোয়েন্দা সংস্থা গুলি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সুসমন্বয়ের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী তেশরা জুলাই থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত এই পবিত্র গুহায় যাত্রা শুরু হবে। ৯ অগাস্ট রাখি বন্ধনের দিন অমরনাথ যাত্রার সমাপ্তি।