জম্মু কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা চার জেলার দশটি জায়গায় এখন তল্লাশি অভিযান চালাচ্ছে। জঙ্গিদের স্লিপার সেল এবং জৈশ-ই মহম্মদ কমান্ডার কমান্ডার আব্দুল্লা গাজির জঙ্গিদের নিযুক্ত করা বিষয়ে তদন্তে এই অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় 1-টি, গন্ডারবাল জেলায় ৬টি ও শ্রীনগরে ১-টি ও বদগাঁও জেলায় ২-টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বলে আমাদের শ্রীনগরের সংবাদদাতা জানিয়েছেন।
Site Admin | July 19, 2025 4:26 PM
জম্মু কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা চার জেলার দশটি জায়গায় এখন তল্লাশি অভিযান চালাচ্ছে।