July 19, 2025 4:26 PM

printer

জম্মু কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা চার জেলার দশটি জায়গায় এখন তল্লাশি অভিযান চালাচ্ছে।

জম্মু কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা চার জেলার দশটি জায়গায় এখন তল্লাশি অভিযান চালাচ্ছে। জঙ্গিদের স্লিপার সেল এবং জৈশ-ই মহম্মদ কমান্ডার কমান্ডার আব্দুল্লা গাজির জঙ্গিদের নিযুক্ত করা বিষয়ে তদন্তে এই অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় 1-টিগন্ডারবাল জেলায় ৬টি ও শ্রীনগরে ১-টি ও বদগাঁও জেলায় ২-টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বলে আমাদের শ্রীনগরের সংবাদদাতা জানিয়েছেন।