জম্মু কাশ্মীরে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় মাইলফলক তৈরিতে উত্তর রেল জম্মু রেল বিভাগে পরিচালনা ও পুনর্বিকাশ সংক্রান্ত কাজে গতি আনতে চলেছে। এর ফলে জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে। বর্তমানে রেসাই জেলার কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন চলে। রেলের এক বরিষ্ঠ আধিকারিক জানান, খুব তাড়াতাড়ি জম্মু রেল স্টেশন থেকেও এই পরিষেবা শুরু হবে। এর আগে বন্যার জেরে কাজের গতি বাধাপ্রাপ্ত হয়েছিল। জম্মু-কাটরা অংশে বেশ কিছু জট কাটিয়ে সেতু, রেল ট্র্যাক তৈরির কাজ চলছে। জম্মুতে নতুন প্ল্যাটফর্মের কাজও প্রায় শেষের পথে। নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে রেল কতৃপক্ষ।
Site Admin | November 6, 2025 11:25 AM
জম্মু কাশ্মীরে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় মাইলফলক তৈরিতে উত্তর রেল জম্মু রেল বিভাগে পরিচালনা ও পুনর্বিকাশ সংক্রান্ত কাজে গতি আনতে চলেছে।