জম্মু কাশ্মীরে রিয়াসি জেলায় গতকাল বৈষ্ণো দেবী মন্দির যাওয়ার পুরনো রাস্তায় ব্যাপক ধসের কারণে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৫ পুণ্যার্থী-সহ আরও ৯ জন। ভারী বৃষ্টির জেরে গুলশান কা লঙ্গরের কাছে ধস নামে। এসডিআরএফ, পুলিশ, সিআরপিএফ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। আহতদের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।
Site Admin | July 21, 2025 4:17 PM
জম্মু কাশ্মীরে রিয়াসি জেলায় গতকাল বৈষ্ণো দেবী মন্দির যাওয়ার পুরনো রাস্তায় ব্যাপক ধসের কারণে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
