মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 23, 2024 9:41 PM

printer

জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হয়েছে।

জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হয়েছে। ২৫ লক্ষ ৭৮ হাজারেরও বেশি ভোটদাতা আগামী ২৫ সেপ্টেম্বর, ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, দ্বিতীয় দফায়, কাশ্মীরের গান্দেরয়াল, শ্রীনগর ও বদগাম এবং জম্মু বিভাগের রিয়াসি, রাজৌরি ও পুঞ্চের ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন,  সব কেন্দ্রে ১০০% ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা করেছে। ভোটকেন্দ্র রয়েছে ৩ হাজার ৫০২টি।  ভোটারদের অংশগ্রহণ বাড়াতে দ্বিতীয় দফায় ১৫৭টি বিশেষ পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৬টি বুথ মহিলা পরিচালিত।