জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে নিরপরাধ পর্যটকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। উপত্যকায় ছুটিতে বেড়াতে এসে যেভাবে নিরস্ত্র ও সাধারণ নাগরিকরা আক্রমণের শিকার হয়েছেন, কমিশন তার তীব্র নিন্দা করেছে। কমিশন বলেছে যে এই ঘটনা মানুষের সঙ্গে মানুষের সদ্ভাবনায় বিশ্বাস রাখা প্রত্যেক ব্যক্তির অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে – যা নিহত, আহত ও তাঁদের পরিবারের সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের একটি ব্যতিক্রমী ঘটনা। বিভিন্ন মঞ্চে বারবার বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ বিশ্বে বিবিধ মানবাধিকার উলঙ্ঘনের সবচাইতে বড় কারণগুলির অন্যতম। মানবতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলেও কমিশন জানিয়েছে। পাশাপাশি আক্রান্ত পরিবারগুলিকে যথাসম্ভব সাহায্য দেওয়া হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
Site Admin | April 25, 2025 6:13 PM
জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে নিরপরাধ পর্যটকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
