জম্মু কাশ্মীরে উধমপুর রাম্বান এলাকায় ভারি বর্ষণের দরুণ একাধিক ভূমিধসের কারণে আজ নিয়ে টানা চারদিন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, এর ফলে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে ৬০০-রো বেশি গাড়ি আটকে পড়েছে। ২৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়কের মাধ্যমে কাশ্মীর উপত্যকা দেশের অন্য অংশের সঙ্গে যুক্ত। উধমপুর জেলার জাখেনি এবং চেনানির মধ্যে একাধিক ধসের কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। জম্মুর নাগরোটা থেকে রিয়াসি, চেনানি, পাটনিটপ, ডোডা, রাম্বান, বানিহাল এবং শ্রীনগরে কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না। সীমান্ত সড়ক সংস্থার কর্মীরা ধস সরানোর কাজে যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছে।
এদিকে, কিস্টোয়ার-সিন্থান-অনন্তনাগ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বন্যার সতর্কবার্তা জারি থাকায় জম্মুর স্কুল শিক্ষা দপ্তর আগামীকাল পর্যন্ত জম্মু ডিভিশনের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে।