মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 29, 2025 12:15 PM

printer

জম্মু-কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রীদের ২৭ তম দলটি আজ ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

জম্মু-কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রীদের ২৭ তম দলটি আজ ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে। মোট ২ হাজার ৪৯০ জন তীর্থযাত্রী ৬১ টি গাড়ির কনভয়ে ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন।এই দলে ১ হাজার ২৬২ জন পুরুষ, ১৮৬ জন মহিলা এবং ৪২ জন সাধু-সাধ্বী‌ রয়েছেন। ৩২৭ জন তীর্থযাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন ‌অন্যদিকে পহেলগাঁম বেস ক্যাম্পের দিকে যাত্রা করেছেন ১ হাজার ১৬৩ জন তীর্থযাত্রী। সেখান থেকে এরা অমরনাথ পবিত্র গুহা দর্শনে যাবেন। যাত্রাপথকে নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা বাহিনী সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন