জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার শুক্রকেলার জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই-এ তিন জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীর পুলিশের আই জি – ভি কে বীরদি, আকাশবাণী সংবাদ শ্রীনগরকে জানিয়েছেন, এই তিন নিহত জঙ্গি লস্কর-ই-তৈবা বা দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করা হচ্ছে। নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এর আগে আজ সকালে জঙ্গিদের উপস্হিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সোপিয়ানের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়।
এদিকে, পহেলগাঁও-এ পর্যটকদের ওপর যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তাদের সন্ধানে সোপিয়ান ও পুলওয়াম জেলার বিভিন্ন এলাকায় পোস্টার দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।