জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের অদূরে নওগাঁম থানায় দুর্ঘটনাবশটঃ এক বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক নলীন প্রভাত জানিয়েছেন, হোয়াইট কলার সন্ত্রাস চক্রের তদন্তে গত ৯ ও ১০ তারিখ ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক, নওগাম থানার খোলা জায়গায় নিরাপদে রাখা ছিল। ফরেন্সিক পরীক্ষার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গেই ওই বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহের করা হচ্ছিল গত দু দিন ধরেই। গতরাত ১১ টা ২০ মিনিট নাগাদ এই কাজ চলাকালীন হঠাতই ওই বিস্ফোরণে ঘটে। এই ঘটনায় এক SIA আধিকারিক, ফরেন্সিক বিভাগের ৩ কর্মী, ২ জন চিত্রগ্রাহক, ২ শুল্ক আধিকারিক সহ ৯ জন প্রাণ হারান। আহত হয়েছেন ২৭ জন পুলিশ কর্মী। বিস্ফোরণের তীব্রতায় নওগাঁম থানা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। একাধিক গাড়ীতেও আগুন ধরে যায়। আশপাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁম থানায় এই বিস্ফোরণের প্রেক্ষিতে কোনো রকম জল্পনা খারিজ করে দিয়েছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও জানানো হয়েছে এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার মৃতদের পরিবারের পাশে রয়েছে বলেও জানানো হয়েছে।