মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 11, 2025 1:54 PM

printer

জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় একটি টেম্পো রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে গেলে, কম করে তিনজন নিহত এবং ১০ জন জখম হয়েছেন।

জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় একটি টেম্পো রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে গেলে, কম করে তিনজন নিহত এবং ১০ জন জখম হয়েছেন।

মাহোর তহশীলের গাঙ্গোট এলাকার ওই দুর্ঘটনার পর স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ এবং সুরক্ষা কর্মীরা  আহতদের হাসপাতালে নিয়ে যায়।

গুরুতর জখম চারজনকে জম্মুর সরকারি হাসপাতালে  পাঠানো হয়েছে।