মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2025 12:32 PM

printer

জম্মু-কাশ্মীরের রামবান জেলায় মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার, নিখোঁজ একজন

জম্মু-কাশ্মীরের রামবান জেলার রাজগড় তেশসিলে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার, এখনো একজন নিখোঁজ। ধস বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধারকারী দল এ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করেছে, নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে। এই মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে হড়পা বানের জেরে সম্পত্তির প্রভূত ক্ষতি হয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন।

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন পিডি রাম বানের ডেপুটি কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন।

এদিকে জম্মু-কাশ্মীরের রিয়াস জেলায় আজ ভোরে প্রবল বর্ষণে প্রত্যন্ত গ্রামের একটি বাড়ি ধসে পড়ে  একই পরিবারের সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণকর্মীরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে। জেলা প্রশাসনের তরফে পার্বত্য এবং ধস প্রবণ এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্ক করা হয়েছে এবং ভারী বৃষ্টির সময় দুর্বল কাঠামোর বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে।