মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 21, 2025 5:19 PM

printer

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা আজ, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে দেখা ক’রে গভীর সমবেদনা প্রকাশ করেছেন

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা আজ, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে দেখা ক’রে গভীর সমবেদনা প্রকাশ করেছেন, এবং সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজ্যপাল, এই ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেছেন, এবং, নিহতদের আত্মীয়দের সবরকম আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন। নিহতদের পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসা চলছে, এবং তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন।

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেছেন, পহেলগাঁও জঙ্গি হামলার পর, পাকিস্তানের আক্রমণের সমুচিত জবাব ভারতীয় সেনা দিয়েছে। শান্তি রক্ষার প্রতি ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত ক’রে তিনি বলেছেন, পাকিস্তান যদি আবার কোনওরকম হামলার চেষ্টা করে, তাহলে, ভারত আরও কড়া প্রত্যুত্তর দেবে।