মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 28, 2024 1:21 PM

printer

জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ  পরীক্ষা করে দেখা হবে।  মনোনয়ন দাখিলের  সময়সীমা  শেষ হয়েছে গতকাল ।  প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ আগস্ট।

এই দফায় সাতটি জেলার ২৪ টি আসনে আগামী ১৮ই সেপ্টেম্বর ভোটগ্রহণ।

মোট ২৭৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।  

জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগ জেলায় ৭২ জন, পুলওয়ামা জেলায় ৫৫ জন, ডোডা জেলায় ৪১ জন, কিস্তওয়ার জেলায় ৩২ জন, সোপিয়ান জেলায় ২৮ জন, কুলগাম জেলায় ২৮ জন এবং রামবান জেলায় ২৩ জন প্রার্থীপদ দাখিল করেন।  

          উল্লেখ্য ৫লক্ষ ৬৬ হাজার তরুণ ভোটার  সহ ২৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটদাতা  বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে  ১১ লক্ষ ৫১ হাজার মহিলা এবং ৬০ জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা  রয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।