জম্মু – কাশ্মীরের পুঞ্চ জেলার বেশ কয়েকটি গ্রামে আজ নিরাপত্তা বাহিনী যৌথভাবে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ এবং সি আর পি এফের বিশেষ দল – এস ও জি, সোয়িয়ান কাঠা, বানজোলা বন, জালিয়ান-আজামাবাদ, খানেতার মহল্লা, কালসান এবং দুপ্রিয়ানায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে।
Site Admin | September 2, 2025 6:27 PM
জম্মু – কাশ্মীরের পুঞ্চ জেলার বেশ কয়েকটি গ্রামে আজ নিরাপত্তা বাহিনী যৌথভাবে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে।