জম্মু-কাশ্মীরের পহেলগাঁমে জঙ্গি হামলার ঘটনায় চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
গতকাল জম্মুর বিশেষ এনআইএ আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়। এক বিবৃতিতে তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, চার্জশিটে নাম রয়েছে সাত অভিযুক্তের।নাম রয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও সেটির শাখা সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর। চার্জশিটে টিআরএফ কে জঙ্গি সংগঠন বলে উল্লেখ করা হয়েছে।
এনআইএ আদালতে দাবি করেছে, গত ২২ এপ্রিল পহেলগাঁমে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্মের ভিত্তিতে বেছে বেছে খুন করেছিল। প্রাণ হারিয়েছিলেন ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় ব্যক্তি।
চার্জশিটে এনআইএ জানিয়েছে, লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সৈদ ও টিআরএফ প্রধান হাবিবুল্লাহ মালিক ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিল।
১ হাজার ৫৯৭ পাতার ওই চার্জশিটে পাক সন্ত্রাসবাদী সাজিদ জাটকে অন্যতম অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। ফৈসল জাট ওরফে সুলেমান শাহ, হাবিব তাহির ওরফে জিব্রান এবং হামজা আফগানি নামের তিন পাক জঙ্গি ওইদিন গুলি চালায় বলেও এনআইএ জানিয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর মহাদেব অভিযানে ওই তিন জঙ্গিই মারা পরে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে। তদন্ত এখনও চলছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।