জম্মু কাশ্মীরের ডোডা জেলায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১০ জওয়ান প্রাণ হারিয়েছেন। আহত আরও ১১ জন। ভাদোরওয়াহ-চম্বা আন্তঃরাজ্য সড়কে খন্নি টপ এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই চার জওয়ান প্রাণ হারান। পরে মৃত্যু হয় আরও ৬ জনের। আহত ১০ জনকে উধমপুর কম্যান্ড হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর একজনকে ভাদেরঅয়াহ উপ জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শোক জ্ঞাপন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী সিং বলেন, আহত জওয়ানদের উপযুক্ত চিকিত্সা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও শোক ব্যক্ত করেছেন।