January 22, 2026 9:31 PM

printer

জম্মু কাশ্মীরের ডোডা জেলায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১০ জওয়ান প্রাণ হারিয়েছেন

জম্মু কাশ্মীরের ডোডা জেলায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১০ জওয়ান প্রাণ হারিয়েছেন। আহত আরও  ১১ জন। ভাদোরওয়াহ-চম্বা আন্তঃরাজ্য সড়কে খন্নি টপ এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই চার জওয়ান প্রাণ হারান। পরে মৃত্যু হয়  আরও ৬ জনের।  আহত  ১০ জনকে উধমপুর কম্যান্ড হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর একজনকে  ভাদেরঅয়াহ উপ জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শোক জ্ঞাপন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী সিং বলেন, আহত জওয়ানদের উপযুক্ত চিকিত্সা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও শোক ব্যক্ত করেছেন।