জম্মু – কাশ্মীরের ডাল লেকে আজ প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল – KIWSF-এর সূচনা হয়েছে। তিন দিনের এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০-রও বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি রক্ষা খাড়সে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫-এর লাইভ স্ট্রিমিং প্রসার ভারতী স্পোর্টস ইউটিউব চ্যানেলে দেখানো হবে। ডিডি স্পোর্টস টিভি চ্যানেলেও প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারিত হবে।