জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার তাচলু এলাকার কাছে আজ শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কে তিনটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন অমরনাথ যাত্রী আহত হয়েছেন। আহতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। যাত্রীরা গান্দেরবাল জেলার বালতাল বেস ক্যাম্পে যাচ্ছিলেন।
কুলগামের এসএসপি সাহিল সারাঙ্গল আকাশবাণীকে বলেন, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দুটি বাসের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর, আহতদের তৎক্ষণাৎ কাইমোহ হাসপাতালে এবং পরবর্তীতে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ-এ চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ যাত্রীর সামান্য আঘাত লেগেছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। মাথায় আঘাতপ্রাপ্ত দুই যাত্রীকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে।
এসএসপি আরও জানান, চিকিৎসার পর যাত্রীদের অন্য একটি গাড়িতে করে বালতাল বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
ইতোমধ্যে, জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।