জম্মু কাশ্মীরের কুলগাঁও জেলার আখাল দেবসার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গী নিহত হয়েছে। ওই এলাকায় জঙ্গী উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ গত সন্ধ্যায় যৌথ অভিযান শুরু করে। রাতভর চলে দু পক্ষের মধ্যে গুলি বিনিময়। অভিযান এখনও চলছে বলে জানা গেছে।