জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলায় গত সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির সংঘর্ষে আট জন জওয়ান আহত। কিস্তোয়ারের পার্বত্য এলাকার জঙ্গলে সেনাবাহিনী তল্লাশি চালানোর সময়ে দু পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। গ্রেনেড বিস্ফোরণের ফলে আহত হন আট জওয়ান। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনীর জম্মু ভিত্তিক দল White Night Corps গতকাল দুপুরে কিস্তোয়ারের ওই জঙ্গলে জঙ্গি দমনের লক্ষ্যে অপারেশন তাশি ১ শুরু করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানা গিয়েছে, তল্লাশি দলটি দুই থেকে তিনটে বিদেশী জঙ্গি গোষ্ঠীর সন্ধান পায়। এগুলো পাকিস্তানের জইশ –ই- মহম্মদের সঙ্গে যুক্ত।
Site Admin | January 19, 2026 12:05 PM
জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলায় গত সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির সংঘর্ষে আট জন জওয়ান আহত